অবতক খবর,৯ জানুয়ারি,মালদা:- ফের বিএসএফকে কাঁটাতার দিতে বাধা বিজিবির, যা নিয়ে উত্তেজনা ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার শুকদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে। গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওপারের বিজিবি ইচ্ছাকৃত ভাবে বাঁধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে। ভারত নিজের জমিতে কাঁটাতার দিচ্ছে, তারপরও বাঁধা কেন।
স্থানীয়রা জানাচ্ছেন, ওপারের বাসিন্দারা এই ১০০মিটার এলাকায় কাঁটাতার না থাকার সুবাদে প্রায়ই বিএসএফের নজর এড়িয়ে এপারে চলে আসছে। প্রায় চুরির ঘটনা ঘটছে। এছাড়াও ফসলি জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে । এছাড়াও অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এছাড়াও ওপারে রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে কাঁটাতার সমাধান। সুত্র মারফত জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় বিএসএফের আধিকারিকদের সঙ্গে মহদীপুরে এনিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে বিজিবি আধিকারিকরা।