অবতক খবর,২০ ডিসেম্বর,ইসলামপুর:এলাকায় জলের সমস্যা মেটাতে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করা হচ্ছিল সোলার ওয়াটার পাম্প। বৃহস্পতিবার পিলার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থার কর্মীরা। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা সেই পিলার গুলি ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়।

জানা গিয়েছে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্রীকৃষ্ণপুর কমিউনিটি হলের কাছে একটি সোলার ওয়াটার পাম্প তৈরি করার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। বৃহস্পতিবার পিলার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থার কর্মীরা।

শুক্রবার সকালে পিলার গুলি ভাঙা অবস্থায় পরে থাকতে দেখতে পায় স্হানীয়রা বাসিন্দারা। অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই পিলার গুলি ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় ক্ষুব্ধ স্হানীয় বাসিন্দারা। যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।