অবতক খবর,১৮ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে মহিলাকে ধর্ষণের ঘটনায় ১০ বছরের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের। প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসের ১৫ তারিখে সন্ধ্যায় খড়গ্রামে কেনেল পাড়ে এক মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত গামা শেখ।

খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে গামা শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নয় জন সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বুধবার অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালত।