অবতক খবর,করনদিঘী,৯ ডিসেম্বর:উওর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে শিল্পের সমাধান এবং এম এস এম ই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হল সোমবার।সারাদিন ধরে চলা এই ক্যাম্পের উদ্ধোধন করেন উওর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী।

সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন, এম এস এম ই ক্যাম্পের মাধ্যমে শিল্পের সাথে যুক্ত মানুষেরা সুবিধা পাবেন।এই ক্যাম্পে অনলাইন আবেদন সহ কৃষিকাজ, ব্যাঙ্কিং পরিষেবা সহ একাধিক উন্নয়নমূলক কাজের আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষজন।উদ্যোম রেজিষ্ট্রেশন, প্যানকাড , তাঁতি শিল্পী সহ আরো বিভিন্ন পেশার মানুষেরা এখান থেকে সুবিধা নিতে পারবেন।উওর দিনাজপুর জেলার নয়টি ব্লকেই এই শিল্পের সমাধান ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত