অবতক খবর,৯ সেপ্টেম্বর: দোষীদের ফাঁসির দাবিতে সারা দেশ উত্তাল। রবিবার নৈহাটিতেও তার ব্যতিক্রমী কোন চিত্র ধরা পরল না।।
প্রাক্তনী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তিলোত্তমার বিচারের দাবিতে নৈহাটি রাজপথে নামতে দেখা গেল সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় জানান তিনিও এই ঘটনার জাস্টিস চাইছেন।