অবতক খবর,৭ মার্চ, পূর্ব মেদিনীপুর,নন্দীগ্রাম: নন্দীগ্রামে আক্রান্ত তৃনমূল কর্মী। আবারও উত্তপ্ত নন্দীগ্রাম ।আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলোর সমর্থনে নন্দীগ্রাম ১ নং ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গনে প্রস্তুতি জনসভার শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পন্ডা ও ভরত দাস গোকুলনগর ৬ নং অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা আক্রমণ চালায় তার জন্য মাথায় কাঠ দিয়ে আঘাত করে। তৃণমূল কংগ্রেস কর্মীরা গুরুতর আহত হয় ।

আহত দের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।তারই প্রতিবাদে এখন গোকুলনগর অঞ্চলে মহেশপুরে চলল পথ অবরোধ দোষীরা যতক্ষণ না গ্রেফতার হচ্ছে পথ অবরোধ চলবে ।আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি সেক আজগর আলী পল্টু। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।