অবতক খবর,১৩ জানুয়ারি,বাঁকুড়া:- করোনার উদ্বেগে দিনের পর দিন বেড়েই চলেছে স্বাস্থ্য দপ্তরের কোভিদ বুলেটিন অনুযায়ী শেষ পাওয়া তথ্য অনুযায়ী বাঁকুড়া জেলায় নতুন করে করণা আক্রান্ত হয়েছে 370 জন বাঁকুড়া জেলায় করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে এই পর্যন্ত 276 জনের ।

এমতো পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত হয়েছেন 70 জন চিকিৎসক এবং 63 জন নার্স স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে জেলাবাসীর ।

এইভাবে ডাক্তার এবং নার্স রাগ করোনা আক্রান্ত হলে কিভাবে পরিষেবা দেবেন সাধারণ মানুষকে, যদিও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এখনো পর্যন্ত চিকিৎসাব্যবস্থা সক্রিয়ভাবেই চলছে তবে এভাবে দিনের পর দিন ডাক্তার এবং নার্সরা করনা আক্রান্ত হলে আগামী দিনে জেলাবাসী সম্পূর্ণভাবে পরিষেবা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ।