অবতক খবর,৩১ ডিসেম্বর,কলকাতা:লোকসভা ভোটের আগে বাংলায় পোষ্টার রহস্য , শ্যামবাজার ধর্মতলা , পার্ক সার্কাস , রাসবিহারী হাজরা মোড় সহ শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে বাংলায় বিকল্প রাজনীতি ।
রবিবার সকালে দেখা যায় কলকাতার গড়িয়াহাট, রবীন্দ্র সদন, শ্যামবাজারের মতো এলাকায় এই পোস্টার পড়েছে। প্রদেশ কংগ্রেসের সদরদপ্তর বিধানভবনের সামনেও এই পোস্টার আছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘বিকল্প রাজনীতি’ চেয়ে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।