কবিরা রাজনৈতিক হোক / তমাল সাহা

পোস্টার তুলে ধরে কবিতার পংক্তি। জরুরি অবস্থায় রবীন্দ্রনাথ, নজরুল,সুকান্ত-র কবিতার লাইনে শাসক বিদ্রোহের গন্ধ খুঁজে পায় এবং তা বাতিল হয়ে যায়। কবি ও কবিতা রাজনৈতিক হলে কারা ভয় পায়? কবিতা রাজনৈতিক হতে বাধা কোথায়?

কবিরা রাজনৈতিক হোক
তমাল সাহা

তোমরা সব অরাজনৈতিক লোক
বলো, লেখায় রাজনীতি বন্ধ হোক।

আমার ছোট্ট টুকুন বয়স তার পনেরো।
দুনিয়া দেখতে দেখতে হলো বড়ো।

তার প্রশ্ন অনেক,চোখ জুড়ে তার দেখা
শুরু করলো আমার স্বপ্ন নিয়ে লেখা।

স্বপ্নের ভিতর অনিবার্য ঢুকে গেল গেভারা চে।
সাহসে ভর করে এর উত্তর দেবে কে?

যাক, রাজনীতির মানুষেরা সব মন্দ লোক।
কবিরা এবার তবে রাজনৈতিক হোক।