অবতক খবর,৮ সেপ্টেম্বরঃ হেরোইন বিক্রির রমরমা বাড়ায় থানার দ্বারস্থ হলেন স্থানীয়রা। শনিবার রাতে ডোমকল থানায় লিখিত আকারে ডেপুটেশন জমা দেন গ্রামবাসীরা। জানাগেছে, মুর্শিদাবাদের ডোমকলের ভগিরাথপুর কলোনিপাড়ার কয়েকজন হেরোইন বিক্রি চক্র চালায়। চায়ের দোকানেই এই চক্র চালায় বলে অভিযোগ স্থানীয়দের। তাতেই অধিকাংশ মানুষজন ঢেলে পড়ছে নেশার দিকে। চরম অশ্বস্তিতে এলাকার মানুষজন।

প্রতিবাদ করতে গেলেই একের পর এক হুমকি মিলছে বলেও অভিযোগ।আরোও জানাগেছে, প্রতিরাত্রে চুরি যাচ্ছে বাড়ির নানান জিনিসপত্র। যা খুজতে গেলে পাওয়া যাচ্ছে ঐ হেরোইন বিক্রেতাদের বাড়িতে। শুধু তাইই নয়, এলাকার ছেলে মেয়েদের বিয়েও হচ্ছে না বলে জানাগেছে। আর তাতেই সমস্যায় পড়ছেন স্থানীয়রা।