বাক্সভর্তি বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জগদ্দলে আজ তদন্তে এনআইএ (NIA)টিম

অবতক খবর,১২ এপ্রিল: গত ১২ই মার্চ ভাটপাড়া পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর বাড়ি থেকে বাস্ক ভর্তি বোমা এবং ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। প্রায় ৫০টি বোমা উদ্ধার করা হয়েছিল।

সেই দিন বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন যে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সারারাত ওই বোমা এবং পিস্তল নিয়ে গোটা এলাকায় দাপাদাপি করেছে কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে তৃণমূল নেতা নমিত সিং । এই ঘটনায় জগদ্দল থানা পুলিশের পাশাপাশি NIA তদন্ত দাবি জানিয়েছিলেন সাংসদ এরপরই আজ ৪ সদস্যের NIA টিম আজ ঘটনাস্থলে এসেছে তদন্তের জন্য।