অবতক খবর,২৯ মার্চ,মলয় দে,নদীয়া:- জনসংখ্যা বাড়ার সাথে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা। অন্যদিকে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল ব্যবহার। বেখেয়ালেই হোক বা চুরি সুযোগসন্ধানীদের তীক্ষ্ণ নজরে মুঠোফোন। নতুন এই বিষয়টির জন্য সাইবারক্রাইম থানা সহ জেলার বিভিন্ন থানায় প্রায়শই হারানো মোবাইলের আবেদন জানিয়ে ডাইরি করে থাকেন অনেকেই।

উন্নত প্রযুক্তি বিদ্যা এবং সাইবার ক্রাইম থানার এক্সপার্টদের কৃতিত্বে তার বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়। মাঝেমধ্যেই পুলিশের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মোবাইল হারানো মালিক। তবে এবার রেকর্ডসংখ্যক মোবাইলে একসাথে ফিরিয়ে দেওয়া হলো কৃষ্ণনগর জেলা পুলিশের তত্ত্বাবধানে। মোট 117 জন হারানো মোবাইল ফেরত পেয়ে কৃতজ্ঞতা জানালেন পুলিশ প্রশাসনের কাছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও আরো সতর্ক হওয়ার বার্তা দিলেন কর্তৃপক্ষ।