অবতক খবর,১২ এপ্রিলঃ স্কুল ক্যাম্পাসের পিছন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে।। খুন না অন্য কিছু তদন্তে পুলিশ।। বুধবার সকালে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেশন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।। মৃত ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাক্তি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। স্কুলের পেছনে মৃতদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বয়স্ক ওই ব্যাক্তির দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। স্হানীয়দের অনুমান কেউ কারা ওই ব্যক্তিকে মেরে পাতা দিয়ে ঢেকে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।