অবতক খবর,৮ এপ্রিল,চাঁচল: রাজ্য নেতৃত্বের নির্দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলো তৃণমূল। দলীয় পতাকা হাতে নিয়ে মহা মিছিল করলো জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার দুপুরে মালতিপুর বিধানসভার সামসি ঘাশিরাম মোড় থেকে মিছিল বের হয় যা গোটা এলাকা পরিক্রমা করা হয়।

সম্প্রতি রামবমীর মিছিলেকে কেন্দ্র করে বিজেপির সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা রুখে দেওয়ার জন্য পথে নামার ডাক দিয়েছে রাজ্য নেতৃত্ব। শনিবার রাজ্য নেতৃত্বে নির্দেশেই পথে নামলো মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। সেলের উদ্যোগে রতুয়া বিধানসভার সামসিতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হয় শনিবার। এই ধিক্কার মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে পা মেলান মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, রতুয়া- ১ ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, আদিবাসী সেলের সভাপতি চুনিয়া মূর্মূ, সংখ্যালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন, জেলাপরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা সহ অন্যান্যরা। দুপুরে প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক নিয়ে সামসী বাজার পরিক্রমা করে ৪২০ মোড়ে জমায়েত হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি স্থাপনের লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি বিধায়ক আবদুর রহিম বক্সী, সংখ্যালঘু সভাপতি, মুশারফ হোসেন, আদিবাসী সভাপতি চুনিয়া মূর্মূ, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, ক্ষেমপুর অঞ্চল তৃণমূল সবাপতি প্রকাশ মণ্ডল, সামসী অঞ্চল সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা।