অবতক খবর,মালদা,২৭ মার্চঃ ষষ্ঠী থেকেই জাঁকজমকভাবেই শুরু হলো পুরাতন মালদার ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পূজার উৎসব। যদিও এর মূল উৎসব অনুষ্ঠিত হবে রামনবমীর দিন বৃহস্পতিবার। তার আগেই পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সংঘের সোমবার বাসন্তী পূজার উৎসবকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ছিল ভক্তদের মধ্যে। এদিন সকালে ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাকঢোল, কাসর, ঘন্টা বাজিয়ে কয়েকশো ভক্তেরা গোটা শহর শোভাযাত্রা নিয়ে পরিক্রমা করে। ভারত সেবাশ্রমের পরম শ্রী গুরুদেবের ছবিও এদিন রাখা হয় এই শোভাযাত্রায়। আগামী চার দিন ধরে জাঁকজমক ভাবে ভারত সেবাশ্রম সঙ্ঘে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

তবে রামনবমীর দিন এই উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্দীপনা চরম আকার ধারণ করে ভারত সেবাশ্রমে রামনবমীর দিন বিশাল একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়। তার সঙ্গে ভক্তদের খিচুড়ি প্রসাদ ব্যবস্থা করা হয়ে থাকে। এদিন ভক্তদের ভিড় উপচে পড়ে সংশ্লিষ্ট আশ্রমে। চার দিন ধরে চলবে বাসন্তী পূজার উৎসব । তবে রামনবমীর দিন এই পুজো উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তেরা ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে আসেন। ভক্তদের মধ্যে এদিন খিচুড়ি বিলির প্রচলন রয়েছে। এছাড়াও কয়েকশো দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র দিয়েও সাহায্য করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।