অবতক খবর,৪ নভেম্বর : ৭৫ বছর স্বতন্ত্রতা পূর্তি হওয়ার পরেও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুহিয়া আদিবাসী পাড়ায় পাকা রাস্তা করা হয়নি। এর জন্য গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েগেছে। তারা বলে ভোট আসলেই নেতা জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার কথা বলে, কিন্তু ভোট চলে গেলেই আর তাদের দেখা পাওয়া যায় না। অবশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রিঙ্কু দেবীর প্রতিনিধি রতন সরকার খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।অন্যদিকে বিজেপি শাসকদলকেই এর জন্য দায়ী করেছেন । অভিযোগ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার প্রায ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা । পাকা রাস্তা তো দূরের কথা বিভিন্ন জায়গায় বড় বড় খাদ খন্দর রয়েছে । এমন অবস্থায় এটা বোঝা মুশকিল কি রাস্তা আছে না কি খাদ খন্দর ? গ্রামবাসীদের অভিযোগ নির্বাচন আসলে নেতারা রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর নির্বাচন পেরিয়ে গেলে ফিরেও তাকায় না কেউ। তারা বলে আমরা আদিবাসী আমাদেরকে আদিবাসী বুঝে জঙ্গলে ফেলে রেখেছে । বছরের পর বছর একই অবস্থায় পরে রয়েছে এই রাস্তাটি। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে এত বছর পরেও রাস্তার তৈরি কোনও কাজ হয়নি। এই রাস্তার উপর দিয়ে গ্রামবাসীদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে রাস্তার কিছু কিছু জায়গা জলাশয়ে পরিণত হয়ে যায়। এমন অবস্থায় গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স পযন্ত আসতে চায় না। এছাড়া স্কুল থেকে শুরু করে পঞ্চায়েত, এমনকি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার এক মাত্র রাস্তা এটাই। একাধিক বার রাস্তা চলাচলের যোগ্য করে তোলার জন্য স্হানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি এলাকার বিধায়কের দারস্থ হয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই এবার দ্রুত রাস্তাটি পাকা করার জন্য আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।