অবতক খবর,নানুর,২ জুলাই: ৭৫ টাকার জন্য এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম শেখ শাহনাওয়াজ (৬০)। চাষের জন্য দেওয়া ট্রাক্টর ভাড়া নিয়ে শুরু হয় বিবাদ৷

নানুর থানার হারমুর গ্রামের বাসিন্দা শেখ শাহনাওয়াজ৷ তার চাষের ট্রাক্টর রয়েছে। সেই ট্রাক্টর অন্যান্য চাষিদের ভাড়া দেয় সে। ৬৭৫ টাকার বিনিময়ে এক চাষিকে ট্রাক্টর ভাড়া দিয়েছিল৷ ৬০০ টাকা দিলেও, ৭৫ টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ৷ সেই টাকা চাইতে গেলে গ্রামেরই ছোট বুড়ো, শেখ সফিক, শেখ রফিকের সঙ্গে শেখ শাহনাওয়াজের বচসা শুরু হয়। বচসা থেকেই শুরু হয় মারধর। পিটিয়ে খুন করা হয় বৃদ্ধকে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গ্রামে৷ খবর পেয়েই নানুর থানার পুলিশ যায় গ্রামে। অভিযুক্তরা সকলেই পলাতক৷ গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বি

মৃতের বউমা বৈশাখি খাতুন বলেন, “চাষের জন্য ৬৭৫ টাকা দিয়ে ট্রাক্টর ভাড়া দিয়েছিল। ৬০০ টাকা দিয়েছিল, ৭৫ টাকা চাওয়া নিয়েই আমার শ্বশুরকে মারধর শুরু করে৷ ফেলে পিটিয়ে মেরেছে আমার শ্বশুরকে। ওদের কঠোর শাস্তি চাই।”

রিতীমতো নানুর পুলিশ ঘটনায় জড়িত থাকে অভিযুক্তদের ৬ জনকে আটক করে।