৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। আহত ১০ জন যাত্রী।

অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :-  লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পেছনে আইটিসি কোম্পানির বাসের ধাক্কা। বুধবার সন্ধ্যে ছটা নাগাদ এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়।

তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর ধুলাগর নয়াবাদ রুটের একটি বাসের সঙ্গে আইটিসি কোম্পানির একটি বাসের রেষারেষি চলছিল। আইটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পেছনে ধাক্কা মারলে ওই বাসটি উল্টে যায়।

আই টি সির বাসটি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে যায়। এই ঘটনায় দুটি বাসের যাত্রীরা আহত হয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ এবং পুলিশের পদস্থ কর্তারা। বাস দুটিকে আটক করা হয়েছে।

এই দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক এর ওপর ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এক বাসচালককে আটক করেছে।