অবতক খবর,২ জুনঃ‌ ৫০৭ তম দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে পানিহাটি মহোৎসবতলায়। উল্লেখ্য গতবছর এই দ্বন্দ্ব মহোৎসব কে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন তিনজন পূর্ণার্থী। তারপরেই সতর্ক পুলিশ প্রশাসন সহ পৌর প্রশাসন। কঠোর নিয়মবিধির মধ্য দিয়ে আজ দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দফায় দফায় পরিস্থিতি ঘুরে দেখছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগর পাল অলক রাজুরিয়া সহ পুলিশ আধিকারিকেরা। এছাড়াও সতর্ক রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিরা।

গত বছরের তুলনায় এ বছর লোকসংখ্যা অনেকটাই কম এমনটাই দাবি করছেন মন্দিরের প্রধান সেবাইত বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায়।

পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ নজরে রেখেছেন পুরো ব্যবস্থাটাই, ঘুরে দেখছেন সমস্ত অঞ্চল। সাংবাদিকদের জানালেন পুলিশ প্রশাসন এবং পৌরসভার তৎপরতায় সুষ্ঠুভাবেই চলছে দন্ড মহোৎসব তবে তীব্র গরমের কারণে পূরর্ণার্থীদের ভিড় অনেকটাই কম।

নগরপাল অলোক রাজোরিয়া বলেন,৪০০ পুলিশ কর্মী পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছেন সমস্ত ব্যবস্থাই। পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও চালানো হচ্ছে নজরদারি।