অবতক খবর,পশ্চিম বর্ধমান,আসানসোল,কুলটি,১৬ নভেম্বর:-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার মধ্য রাত্রে বিশেষ নাকা তল্লাশি অভিযান চালানো হয় বাইপাস দু-নম্বর জাতীয় সড়ক বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডি চেক পোষ্টে। নাকা তল্লাশি অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার হয় ৩ হাজার পিস বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফসিরাপের।এদিন ট্রাকটি দাঁড় করিয়ে নাকাতল্লাশি চালানোর সময় ট্রাকটির মধ্যে রান্নার মসলা বোঝাই ছিল এবং সেই মসলা বোঝায়ের মাঝখানে ৩০টি পেটি নিষিদ্ধ ফেনসিডিল কাফসিরাপ উদ্ধার হয়।এই ৩০পেটির ভেতর থেকে মোট ৩ হাজার পিস নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ ।ঘটনাস্থলে এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী,কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলকেশ ব্যানার্জী,গোয়েন্দা বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন।ফেনসিডিল বোঝাই গাড়ি সহ চালককে আটক করে পুলিশ।গাড়িটি কানপুর থেকে কলকাতার উদ্যেশে যাচ্ছিলো বলে খবর।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এই নাকা তল্লাশি পুলিশের বড়সড় সাফল্য বলে বলা যায়।