অবতক খবর, কলকাতা: উয়েফার আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে ২ বছরের জন্য নির্বাসিত হতে হল ম্যাঞ্চেস্টার সিটিকে। এই নির্বাসনের জেরে শুধু চ্যাম্পিয়ন লিগ নয়, সঙ্গে ইউরোপের কোন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না ম্যান সিটি। এই নির্বাসনের কারণে ২০২২-২৩ পর্যন্ত ইউরোপা লিগেও খেলতে পারবে না দা স্কাই ব্লুস’রা।

উয়েফার তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি আর্থিক তছরুপের জন্য দোষী। ২০১২ এবং ২০১৬ সালে উয়েফা ক্লাব লাইন্সেসিং এবং ফেয়ার প্লে সম্পর্কিত আর্থিক বিধি লঙ্ঘন করেছে ম্যাঞ্চেস্টার সিটি। এরই সঙ্গে বিঞ্জাপনের উপার্জিত অর্থ বেশি করে দেখানোর অভিযোগ সহ ইউরোপীয় ফুটবল সংস্থাকে দেওয়া তথ্যেও গলদ ছিল তা প্রমাণিত তদন্তে।

অবশ্য এই নির্বাসন প্রসঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির তরফ থেকে জানানো হয়েছে শাস্তির বিরুদ্ধে আবেদন করা হবে।