অবতক খবর,১৮ জুলাইঃ এটা শুধু মাত্র বিধায়কদের হিসাব। ২৯৪ জনের মধ্যে ২৯১ জন ভোট দিলেন।

হাসনাবাদের রফিকুল ইসলাম হজ করতে গিয়েছেন, বাম সমর্থিত ISF MLA নৌশদ সিদ্দিকি ভোট দেন নি। আর সাধন পান্ডের সিট খালি আছে।

কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী বিধানসভায় ভোট দিয়েছেন। জ্বর হয়েছিল দিল্লি যেতে পারেননি।

তৃণমূল লোকসভা MP দের মধ্যে শত্রুঘ্ন সিনহা ও সি এম জটুয়া দিল্লিতে ভোট দিয়েছেন।

শিশির, দিব্যেন্দু দিল্লিতে।

 

রাজ্যসভার তৃণমূলের এমপি ১৩ জন

 

 

তৃণমূলের লোকসভার অফিসিয়াল এমপি ২৩। তার মধ্যে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শত্রুঘ্ন সিনহা, চৌধুরী মোহন জাটুয়া এই ৪ জন দিল্লিতে ভোট দিলেন

 

 

সিপিএম এর বিকাশ ভট্টাচার্য রাজ্যসভায় ভোট দেন, অধীর চৌধুরী দিল্লিতে

 

 

তারা এখানেই ভোট দিয়েছেন

 

তৃণমূলের ২১৬ জন বিধায়কের মধ্যে ১ জন হজে গেছেন। মানিকতলায় বিধায়ক নেই। তৃণমূলের ২১৪ জনের ভোট দেওয়ার কথা