অবতক খবর,১২ জুন: AIBEA-র মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আজ এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে আগামী 27 জুন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক কর্মচারীর ডাকে 10 লক্ষ ব্যাংক কর্মচারী এবং অফিসারেরা ব্যাংক এবং এটিএম ধর্মঘট করা হবে বলে জানানো হয়।

তিনি বলেন আমরা দীর্ঘদিন থেকে সরকার এবং আইবিএ কে বলছি যে পাঁচদিনের ব্যাংকিং পরিষেবা চালু করতে হবে এইজন্য যেভাবে ব্যাংকে নিয়োগ বন্ধ হয়েছে, যার ফলে ব্যাংক কর্মচারীরা কাজের চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে এবং ব্যাংক কর্মচারীদের মেরে দেওয়া হচ্ছে । তিনি আরো বলেন আমাদের দ্বিতীয় দাবি আপড্রেশন অফ পেনশন।

১৯৯৩ সালের পর পেনশনের কোন আপডেট হয়নি যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই পেনশনে প্রাক্তন কর্মচারীদের বেঁচে থাকা দায় হয়ে পড়ছে। এই ব্যাংকে দু’রকম পেনশন চালু আছে 2010 এর পর থেকে নতুন ছেলেদের জন্য এনপিএ পেনশন চালু আছে এবং আরেকটি ডিফাইন পেনশন। এই ব্যাপারে কর্মচারীদের দাবি এনপিএস বাতিল করে ডিফাইন পেনশন করতে হবে এটা আমাদের দাবি।

এছাড়া পড়ে থাকা কর্মচারীদের যে ইস্যুগুলি আছে সেগুলি অবিলম্বে নিষ্পত্তি করতে হবে ।