২৪ ঘন্টা কাটতে না কাটতেই হালিশহর তেঁতুলতলায় একই জায়গায় পরপর দুবার ধস!! উন্নয়ন চলছে…..

অবতক খবর,৩ নভেম্বরঃ হালিশহর ৪ নং ওয়ার্ডে ধস নামার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ধস নামল একই জায়গায়। আজ সকালেই হালিশহর তেঁতুলতলা সংলগ্ন একটি দোকানের সামনে ধস নামে। সেখানে পড়ে যান ওই দোকানের মালিক। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঘটনা স্থলে ছুটে আসেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। কিন্তু তিনি কোন দায় নিতে চাননি। বরং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই প্রতিবেদন ইতিমধ্যেই প্রকাশ করেছি আমরা।

আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটে না কাটতেই ফের ওই একই জায়গায় ধস নামল। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাস্থলে ছুটে এলেন হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। তিনি যুদ্ধকালীন তৎপরতায় জায়গাটি মেরামত করার নির্দেশ দেন।

একই দিনে একই জায়গায় পরপর দুটি ঘটনা ঘটায় আতঙ্কে ওই এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, একাধিক দোকানে ফাটল ধরেছে। আমাদের কোন নিরাপত্তা নেই। যে কোন মুহূর্তে ধস নেমে যে কোন রকম বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু দুর্ঘটনা ঘটলেও তার দায় নেবে কে? তবে কি এই ভাবেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে আমাদের?