১ সেপ্টেম্বর ১৯৩৯— ভুলো না ভুলো না ইতিহাস।
রক্তে ভেসে গিয়েছিল বিশ্ব। এখনও পর্যন্ত তা পৃথিবীর প্রান্তরে জঘন্যতম নৃশংসতম দৃশ্য। ফ্যাসিবাদী শক্তি বাজিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। শেষ পর্যন্ত যুদ্ধবাজদের পরাজয়, মানুষ ঘাতকদের করেনি ক্ষমা।

১ সেপ্টেম্বর ১৯৩৯
তমাল সাহা

আজ মনে পড়ে গেল দিনটির কথা।
ভেসে উঠল তাদের হিংস্র দীপ্ত মুখ
যারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের হোতা।

এদিন যুদ্ধ হয়েছিল শুরু
বোমা বিস্ফোরণ গুলি বর্ষণ ট্যাংক অভিযান।
মানবতার অবমাননা, কতদেহ নিষ্প্রাণ!

নিহত সাড়ে আট কোটি মানুষ
এতো মুখ কি মনে রাখা যায়?
হলোকাস্ট,কন্সেনট্রেশন ক্যাম্প–
নৃশংসতা এখনো বিস্তীর্ণ স্নায়ব চেতনায়।

মনে রেখো হিটলার গোয়েবলসকে আত্মঘাতী হতে হয়েছিল
উল্টো করে ঝোলানো হয়েছিল মুসোলিনির দেহ নগর বাজারে।
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জন উত্থান
মানুষ মানুষই জয়ের ইতিহাস গড়ে।