অবতক খবর,১৮ আগস্ট,বনগাঁ :১৮ আগস্ট বনগাঁ স্বাধীনতা দিবস পালন করল বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা৷আইনজীবীরা জানিয়েছেন ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও সেদিন বনগাঁ মহকুমা ছিল পূর্ব পাকিস্তান ভুক্ত৷১৭ই আগস্ট ঘোষণা অনুযায়ী ফের বনগাঁ মহকুমাকে ভারত ভুক্ত করা হয়৷ আনন্দে ফেটে পড়ে বনগাঁর মানুষ।

তারপর থেকেই ১৮ই আগস্ট বনগাঁ মহকুমা আদালত চত্বরে জাতীয় পতাকা উত্তোলন হয়ে আসছে।বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন “১৪ বছর ধরে আমরা বনগাঁ মহকুমা আদালতে এই দিনটি পালন করে আসছি৷বনগাঁর মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে এই দিনটি পালন করা হয়৷