১৫ দিন বনদপ্তরের প্রচেষ্টটার পর অবশেষে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির

অবতক খবর,২৪ নভেম্বরঃ দীর্ঘ ১৫ দিন বনদপ্তরের প্রচেষ্টটার পর অবশেষে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির। জানা গিয়েছে মালদহের কালিন্দ্রী মহানন্দা নদীতে দেখা গিয়েছিল কুমিরের আতঙ্ক। অবশেষে আজ হবিপুর ব্লকের পুনরভবা নদী থেকে উদ্ধার করে গাজল ফরেস্ট রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। কমিটি লম্বাই সাড়ে ন ফিট এবং ওজন প্রায় ২০০ কেজি বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসার করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে খবর।