১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো,পদযাত্রায় নিষেধাজ্ঞা,কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের

অবতক খবর,৮ জানুয়ারি: চলতি বছরেই দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। এদিকে দেশে বেড়ে চলেছে কোভিড দাপট। এই প্রেক্ষাপটে শনিবার ৫ রাজ্যের নির্বাচনের জন্য ভোটের গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করার আবেদন।

কী জানান হল নির্বাচন কমিশনের তরফে?

  • ‘১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা’
  • ‘একই সময় পর্যন্ত করা যাবে না বাইক র‍্যালিও’
  • ‘সর্বাধিক ৫ জনকে নিয়ে বাড়ি গিয়ে করা যাবে প্রচার’
  • ‘১৫ জানুয়ারির পর পরিস্থিতি পর্যালোচনা করবে নির্বাচন কমিশন’
  • ‘কোভিড-বিধি মেনে ভোট করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ’
  • ‘গত ডিসেম্বরে ৫ রাজ্য পরিদর্শন করেছেন কমিশনের আধিকারিকরা’
  • ‘রাজ্যে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে’
  • ‘ঝঞ্ঝাটবিহীন ভোট করানোয় জোর দিয়েছে নির্বাচন কমিশন’
  • ‘গত ভোটের তুলনায় ১৬ শতাংশ বুথ বেড়েছে এবারের ভোটে’
  • ‘প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন’
  • ‘কোভিড-আবহে প্রতি বুথে গতবারের তুলনায় ২৫০ জন ভোটার কমানো হল’
  • ‘ভোটে অংশ নেবেন ১৮ কোটি ৩৪ লক্ষ ভোটার’
  • ‘প্রথমবার ভোট দেবেন ২৯ লক্ষ ৪০ হাজার ভোটার’

আজ ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর সাড়ে ৩টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হয়। এই বছরই গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন।