অবতক খবর,২২ আগস্টঃ বিশিষ্ট বিজ্ঞান সাধক ও সাহিত্য আচার্য্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯ তম জন্মদিন পালন করা হল যথাযথ মর্যাদার সাথে।  সরকারী ভাবে পালিত না হলেও বেসরকারি ভাবে সোমবার পালিত হল মুর্শিদাবাদ জেলার কান্দি গর্ব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯ তম জন্ম দিবস । সোমবার সকালে কান্দি কোর্ট রোডে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মর্মর মুত্তিতে মাল্যদান করেন রামেন্দ্র অনুরাগীরা, মাল্যদান করেন জেমো রামেন্দ্র স্মৃতি পাঠাগারের সদস্যরা।

পরে কান্দি রাজ উচ্চ বিদ্যালয় যে স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন সেই স্কুলে মাল্যদান করা হয় রামের সুন্দর স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। পরবর্তী কালে জেমো নতুনবাড়ি সুতিকা গৃহ ও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জন্মভিটে ছোট্ট অনুষ্ঠান মধ্যে দিয়ে তাকে স্মরন করা হয়। অন্যদিকে গত তিন বছর আগে তৈরি হওয়া কান্দি আচার্য রামেন্দ্র সুন্দর স্মৃতি সংগ্রহশালা তে ছোট্ট অনুষ্ঠান মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষ ভাবে পালিত করা হয়।