অবতক খবর :: নদীয়া ::      নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের উত্তর বাবলারি বাসিন্দা সুজিত ঘোষ গত ১২ বছর ধরে অলিম্পিক খেলার সঙ্গে যুক্ত। তাঁর এই অসাধারণ প্রতিভা রাজ্যের বাইরে পাঞ্জাবে গিয়ে ইভেন্ট টেস্টে প্রথম স্থান অধিকার করে।

শুক্রবার তাঁর সাথে কথা বলায় তাঁর এই খেলার অভিজ্ঞতা সম্পর্কে ক্যামেরার সামনে জানায় খুব কষ্ট করে এই খেলাটি শিখতে হয়েছে। আর্থিক সমস্যা থাকাতেও নিজের জেদের কাছে হার না মেনে খেলা চালিয়ে যেতে বাধ্য হয়েছি। পাঞ্জাব থেকে ইভেন্টে ভালো ফল করে এসে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্পোর্টস বোর্ড থেকে আমাক ৩০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হয়।

তিনি আরও জানান ২০১৮ সালের আগে অভাবের মধ্যেও পরিবার থেকে আমাকে অনেক সাহায্য করেছে। এখন ২০১৮ সালে নবদ্বীপ থানায় সিভিক ভলেন্টিয়ারে কাজ পেয়ে সেই অর্থ দিয়েই আমার এই খেলা চালিয়ে যাচ্ছি। সরকার থেকে বা কোন ক্লাব থেকে আমাকে কোন সাহায্য কোনদিনও কেউ করেনি। যেটুকু সাহায্য করেছেন আমার কোচ সোমা বিশ্বাস ও সমীর বেড়া। এছাড়া আমাকে একবার সংবর্ধনা দেওয়া হয় বাবলারি রামসুন্দর হাই স্কুলে। তাঁর এই প্রতিভায় গর্ববোধ করছে গোটা বাবলারি গ্রাম।