অবতক খবর :: শিলিগুড়ি ::    ১২ই আগষ্ট পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন তাই বিশাল ক্ষতির সামনে দাড়িয়ে এন এফ রেলওয়ে। গত তিনমাসে রেলের লোকসানের পরিমান গিয়ে দাড়িয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। এই বিপুল টাকা ক্ষতি কিভাবে সামলাবে রেল এটাই এখন সবচাইতে বড় জিঞ্জাসা। গত তিনমাস থেকে চলছে না কোন ট্রেন, যতবারই টিকিট কাউন্টার খোলা হয়েছিলো ততবারই বাতিল করতে হয়েছে রেলযাত্রা। শুধুমাত্র এন জে পী থেকেই ক্ষতি হয়ে গেছে প্রায় কয়েকশো কোটি টাকা।

রেল দপ্তর থেকে জানানো হয়েছে আগামী আগষ্ট মাসের আগে কোনভাবেই সম্ভব নয় ট্রেন চালানো। শুধুমাত্র কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়া সব ট্রেনই বন্ধ থাকবে। রেলের সঙ্গে সঙ্গে ক্ষতির সামনে দাড়িয়ে রেলের সাথে যুক্ত অন্য জীবিকার মানুষেরাও। কুলি থেকে হকার,ক্যান্টিন থেকে ফলওয়ালা সবাই একচেটিয়া ব্যাবসায় ক্ষতির সামনে দাড়িয়ে, এখন কবে চলবে ট্রেন এটাই এখন সবার কাছে দামী কথা।