১০০ দিনের কাজের দাবিতে পথসভা ক্ষেত মজুরদের

অবতক খবর,১৩ জুলাই,কিরীটেশ্বরী,১৩ই জুলাইঃ রোদ ঝলমলে সুন্দর এ বিকেল। সূর্য কনার রশ্মির সাথে প্রাকৃতিক সৌন্দর্য যেন ঝরে পড়েছে বিনোদ পুরের এই মোড়ে। কিন্তু সুন্দর নয় ক্ষেত মজুরদের দের জীবন জীবিকা। কারণ তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে ১০০ দিনের কাজ থেকে। তাইতো তারা আজ কিরীটেশ্বরী ক্ষেতমজুর অঞ্চল্ কমিটির পক্ষ থেকে পথসভায় মিলিত হয়েছে ১০০ দিনের কাজের দাবিতে।

বিনোদপুর মোড়ে পথসভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর নেতা জুয়েল শেখ, হাবিবুর রহমান, কাদের আলী প্রমুখ। সভাপতিত্ব করেন মোদাসেবর হোসেন। নেতৃবৃন্দ বলেন, চাষের কাজ এখনো শুরু হয়নি। রেগার কাজও নেই? তাহলে ক্ষেতমজুররা বাঁচবে কি করে? পঞ্চায়েত কেন এ কথা চিন্তা করবে না? রেগার কাজ দিতে হবে।