অবতক খবর :: আসানসোল ::    হোম কোরান্টাইনে থাকার নির্দেশ মানতে গিয়ে বিপাকে দুই পরিযায়ী শ্রমিক। শেষ পর্যন্ত গ্রামবাসীরা গাছের তলায় তাঁবু খাটিয়ে তৈরি করলো এক অস্থায়ী কোরেন্টাইন সেন্টার । তাতেই ঠাঁই হয়েছে ঐ দুই শ্রমিক যুবকের। এই দৃশ্য দেখা গেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে র কামারবাঁধ এলাকায়।

শনিবার ঐ দুই যুবক দিল্লি থেকে ফেরে । আসানসোলে একটি বেসরকারি হাসপাতালে তাদের লালারস সংগ্রহ করা হয় । কোন উপসর্গ না থাকায় তাদেরকে হোম কোরান্টাইনে থাকার কথা জানানো হয় । কিন্তু ঘরে জায়গা অপ্রতুল । স্কুলও নেই যে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা যাবে । সমস্যা সমাধানে শেষ পর্যন্ত গ্রামবাসীরা গ্রাম থেকে দূরে একটা নির্জন জায়গায় গাছের তলায় তাঁবু খাটিয়ে তাদের থাকার ব্যবস্থা করে ।

দুদিন ধরে এখানেই থাকছে তারা । গ্রামের লোকেরাই খাবার সরবরাহ করে যাচ্ছে ।