অবতক খবর,২৬ সেপ্টেম্বর,বালুরঘাট: পুজো আসছে শহুরেদের পুজোর কেনা কাটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেলেও গ্রামগঞ্জের চিত্রটা ঠিক অন্যরকম। যাদের হাতে কাজ রয়েছে তাদের এই মাজ্ঞিগন্ডার বাজারে পরিবারের পেটের যোগান মেটাতেই ত্রাহি ত্রাহি রব। পুজোর কাপড় কেনার কথা ধর্তব্যের মধ্যেই নেই। আর যাদের হাতে কাজ নেই তাদের দুরাবস্থ্যার কথা তো ভাবাই যায় না। দুবেলা দুমুঠো পরিবারের পেট ভরাবে কি ভেবে সে নিয়েই ভেবে আকুল।তাদের কাছে এসব অলিক স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
সে দিকে লক্ষ রেখেই এবং বেশ কয়েকদিন নিজের বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকা পরিদর্শনের পর আজ বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ীর তরফে আয়োজন করা হয় এক বস্ত্রদান কার্যক্রম। আজ দুপুরে চিঙ্গিশপুর অঞ্চলের দুর্গাপুর এলাকায় আয়োজন করা হয় এই বস্ত্রদান শিবির। এই বস্ত্রদান শিবির থেকে বালুরঘাট বিধানসভার অন্তর্গত চিঙ্গিশপুর অঞ্চলের প্রচুর অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বিধায়কের পক্ষ থেকে।