অবতক খবর, হুগলী : হুগলী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ চুচুঁড়া ময়দানে ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হলো। অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। সঙ্গে ছিলেন গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু।

জেলা শাসক অভিবাদন গ্রহণ করে ভাষণে তিনি জেলার উন্নয়ণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। রাজ্যের চালু হওয়া বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি উল্লেখ করে জেলা শাসক দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ সেবায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

চুঁচুড়া ময়দানে আয়োজিত সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রর্দশন করা হয়। পুলিশের হর্সফায়ারিং ছাড়াও জেলা তথ্য সংস্কৃতি দফতর, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য, সুসংহত শিশু বিকাশ, মিড-ডে-মিল দফতর, হুগলী-চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো প্রর্দশন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের কাছে আকর্ষণীয় হয়।