অবতক খবর,২১ জানুয়ারি: হীমঘরে আলুর বন্ডের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করলেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঝাপড়াগাছি হীমঘরে। ঝাপড়াগাছির এই হীমঘরটি কুশমন্ডি এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটং সোসাইটি লিমিটেডের।

এদিন কৃষকেরা অভিযোগ তুলে আধা ঘন্টা ধরে ইটাহার – কালিয়াগঞ্জ সড়কে পথ অবরোধ করেন ক্ষুব্ধ কৃষকেরা। কৃষকদের অভিযোগ বন্ড নিতে গিয়ে আমাদের বস্তা কিনে নিতে হচ্ছে। তাও আবার বেশি দামে। যেখানে একটা বস্তার দাম ১০ টাকা, সেখানে হীমঘর কতৃপক্ষ নিচ্ছেন ১৫ টাকা। কৃষকেরা আরো অভিযোগ করে বলেন। গতকাল ১৫০ বস্তা পর্যন্ত বন্ড দিয়েছে। আজ ৩০ টা বস্তার বেশি বন্ড দিচ্ছে না।

টাকা দিয়ে বন্ড নিচ্ছি, অথচ বস্তাও কিনে নিবো বেশি দামে! এটা আমরা মানছি না। তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হলাম। আমরা চাইছি দিনে ৩০ টার বেশি বস্তার বন্ড দিতে হবে। নইলে আমরা আলু রাখবো কোথায়। রোজ রোজ গাড়ি ভাড়া করে আলু রাখতে আসা আমাদের সম্ভব নয়! এমনিতেই আলুর দাম নেই।

সারের দাম আকাশ ছোঁয়া। আবার যদি আলু রাখতে এসে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আমাদের লাভ কি থাब्কবে। পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন কুশমন্ডি থানার পুলিশ। পুলিশ পরে অবরোধ তুলে দেন। ক্ষুব্ধ কৃষকেরা বলেন।