হিরণ বিতর্ক উস্কে কী বললেন তৃণমূল নেতা মদন মিত্র !

অবতক খবর,২৩ জানুয়ারি : বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনায় যেন ইতি পড়ছে না। সেই জল্পনা এবার আরও বাড়িয়ে দিলেন তৃণমূল নেতা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র। হিরণ বিতর্কের মধ্য়েই মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, ‘অনেক হরিণই ধরা পড়েছে।’ মদন মিত্রের এই মন্তব্য়ের জবাব দিতে গিয়ে অবশ্য় বিজেপি-রই অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হিরণ নিয়ে অস্বস্তিতর মধ্য়েই তাঁর দলবদলের জল্পনা নিয়ে দিলীপ বলেন, ‘তৃণমূল নিলে নিয়ে নিক না, ঝামেলা চুকে যায়!’

গত ১০ জানুয়ারি খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় ক্য়ামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসে যান বলে খবর ছড়ায়। কয়েকদিন আগে অভিষেকের দফতরে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা কো অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি ভাইরাল হয়।

এই প্রসঙ্গে মন্তব্য় করতে গিয়ে মদন মিত্র বলেন, ‘কে জয়েন করবে, কে করবে না দলের নেতৃত্ব ঠিক করবে। সবাইকেই স্বাগত। আপনারা শুধু হিরণের কথা বলছেন, কিন্তু অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে তাতে অনেক হরিণই ধরা পড়েছে! খামটা খুললে প্য়ান্ডোরার বাক্স খুলে যাবে। অভিষেককে ধন্য়বাদ, নামগুলো বলছে না। কারণ তাহলে বাংলায় বিজেপি-র পতাকা তোলার লোক থাকবে না।’

মদন যখন বিজেপি-র কাটা ঘায়ে নুনের ছিঁটে দিচ্ছেন, তখন যথারীতি দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। হিরণ প্রসঙ্গে দিলীপের সাফ কথা, ‘তৃণমূল নিলে নিয়ে নিক, ঝামেলা চুকে যায়।’ এই মন্তব্য় করে দলের সর্বভারতীয় সহ সভাপতি দলের বিধায়ককেই ‘ঝামেলা’ বলে কটাক্ষ করলেন কেন, সেই প্রশ্ন উঠছে। অতীতেও অবশ্য় তৃণমূল থেকে দলে আসা নেতাদের নিয়ে অসন্তোষ গোপন করেননি দিলীপ। তবে বিজেপি নেতা অবশ্য় আরও বলেছেন, বিতর্কে ইতি টানতে যা করার হিরণকেই করতে হবে।