ভারতবর্ষের বুকে হিটলারের পদধ্বনি কী শোনা যায়! পৃথিবীর ইতিহাসে মানবিকতা বিপন্নের কলঙ্কিত নায়ক হিটলারের আজ জন্মদিন।

এই জন্মদিন মনে করা প্রয়োজন
কারণ স্মৃতিকে করতে হয় রোমন্থন।
ব্যক্তিগত ধারণায় দায় থেকে যায় আমার
প্রজন্মের চেতনার জাগরণ।

হিটলারের জন্মদিন
তমাল সাহা

মনে রাখুন
আজ হিটলারের জন্মদিন
ফ্যাসিবাদকে রুখে দিন।

কনসেন্ট্রেশন ক্যাম্প শব্দবন্ধটি কে শেখালো আমাদের
নৃশংসতার মহাকাল এক নরমেধ যজ্ঞের।
ইতিহাস দেখালো হিটলার কি জিনিস
জাত বিদ্বেষ– ষাট লক্ষ ইহুদি ফিনিশ।
আইনস্টাইন ব্রেখটের পলায়ন
বিকৃতকাম সেসব ক্রিয়া, নির্বিচারে নারী শিশু নিধন।
হিটলার! হিটলার? গেস্টাপো দল কত কাহিনী!
রুখে দিয়েছিল লাল ফৌজ বাহিনী।

আরো মনে রাখুন
হিটলার আজ আর কোনো ব্যক্তিবাচক বিশেষ্য নয়
হিটলার মানেই বিপন্ন মানুষ, মানবতার পরাজয়।

হিটলার মানে মানব হত্যাকারী
সে হতে পারে পুরুষ কিংবা নারী।

আরো শুনুন
Hut শব্দ থেকে এসেছে হিটলার—
বিশ্ব সেরা হন্তারক।
টালির চালার নিচে, সেন্ট্রাল ভিস্তার আড়ালেও থাকতে পারে সংহারক!