হা! শ্রী শ্রী দুর্গা সহায়

তমাল সাহা

১) শিশু ও দুর্গা

দুর্গা কি এবং কেন এই শিশুটি কি জানে?

দুর্গা সর্বজয়া অন্নদা মা

শুধু এই ভাবনা তার মনে!

ভালোবাসায় সে শুধু দুর্গা গড়ে

তুমি কি এটুকু বোঝো মা?

সে কিন্তু তোমার কাছে চায়না

এক মুঠো ভাত বা একটা জামা।

 ২) সর্বরূপেন

যত কাজের মাসির নাম–

দুর্গা চিত্রা গিরিজা উমা

কি করে হয়?

যত দেহোপজীবিনীর নাম–

পার্বতী শৈল অভয়া জয়া

কি করে হয়?

আমি ভাবি আর ভাবি

সর্বরূপেন সংস্থিতা মা আমার

দুঃখে বিষাদে

শেষ পর্যন্ত এই মন্দ্রিত মন্ত্রেই ডুবি!

৩) চণ্ডীপাঠে এই মা নেই

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কী মন্দ্রিত উচ্চারণ

যা দেবী সর্বভূতেষু সর্বরূপেন সংস্থিতা!

কিন্তু যোগ্য শিক্ষিতা মা বসে আছে রাস্তায়

এমন রূপ তো মায়ের দেখিনি কখনো!

মহাকাল বলে, দেখবি তো আয়,

মাতঙ্গিনী হাজরার প্রতিমূর্তির বেদিতলে

জীবন্ত শিক্ষিতা মায়েরা চাকরির জন্য

বসে আছে এখনো।

৪) বেউন্নয়নী

ফি বছর

শরৎ ঋতুতে মা আসে আগমনী গানে।

বছরের পর বছর

কোনমতে আমাদের দিন গুজরান

আমরা চেয়ে থাকি খয়রাতির পানে।

আমাদের মনুষ্যত্ব মাপা হয় দয়ায় অনুদানে।

তাহলে মা এলে

আমাদের কোন উপকারটা হয়?

তাকে স্বাগত জানাতেই তো কোটি কোটি টাকা ক্ষয়!

সর্বজয়া মা আমাদের

তার তো আছে ত্রিনয়ন।

সে কি দেখে না বোঝে না

এটা সন্তানদের কোন উন্নয়ন?