অবতক খবর :: হক জাফর ইমাম, মালদা: হাসপাতালে স্যানিটাইজার ও মাস্ক না পেয়ে কর্মরত নার্সদের বিক্ষোভে উত্তাল মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বর। মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্রীদের বোঝাতে ঘটনাস্থলে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

পাঠরত নার্সিং ছাত্রীদের বোঝাতে চলছে দফায় দফায় আলোচনা।করোনা ভাইরাসের জেরে ট্রেনি নার্সদের মেস থেকে বেড়িয়ে যাওয়ার নির্দেশ। এরপরই মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নার্সিং ট্রেনিং কলেজের সামনে বিক্ষোভ।

ট্রেনিং কলেজের ছাত্রীদের অভিযোগ প্রথমবর্ষের ও দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীরা মেসের দাবি জানীয় বিক্ষোভ শুরু করি। পাশাপাশি তাদের দাবি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেসের কোনা সুবিধার নেই। নেই গ্লাভস,নেই মাস্ক। অবিলম্বে তাদের এই সুবিধা প্রদান করতে হবে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা।