অবতক খবর, উত্তর ২৪ পরগনারঃ পরীক্ষা কেন্দ্রে এসে অসুস্থ হয়ে হাসপাতে ভর্তি মাধ্যমিক পরিক্ষার্থী। পরীক্ষা শুরুর ৪৫ মিনিটে পরে বনগাঁ হাসপাতালের বেডে বসেই পরিক্ষা দিতে শুরু করল পরীক্ষর্থী l ছাত্রীর নাম আয়েসা মণ্ডল। উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তার বনগাঁ সুভাষপল্লী গৈরি সুন্দর বালিকা বিদ্যালয়ে পরীক্ষা পরেছিল।

 


বনগাঁ কুটি বাড়ির মাধ্যমিক পরিক্ষার্থী আয়েসা মণ্ডলের পরিক্ষা কেন্দ্র পড়েছিল কুমুদিনী বালিকা বিদ্যালয়ে। সোমবার অঙ্ক পরীক্ষার দিন সময় মত পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা শুরুর কিছু সময় পড়ে অসুস্থ হয়ে পরে। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে আসে পরিবারের লোকেরা। খবর পেয়ে অসুস্থ পরীক্ষার্থীকে দেখতে আসেন বনগাঁ তৃণমূল নেতা গোপাল শেঠ। মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত রকম সাহাস্যের অশ্বাস দেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রীটি শ্বাসকষ্ট জনিত সমস্যাযর কারণে অসুস্থ হয়ে পরে।