হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীকে ভর্তিকে কেন্দ্র করে আতঙ্কিত রোগীরা

অবতক খবর,৬ জুলাইঃ করোনাকালের সময় পানিহাটি হাসপাতালে কোভিড বিভাগ চালু হয়,তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে কোভিড বিধি তুলে সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়া হয়

আজ পানিহাটি হাসপাতালের জেনারেল মহিলা ওয়ার্ডে বরানগরের বাসিন্দা বছর ৬৭র লক্ষ্মীনারায়ণ দাস নামের এক কোভিড রোগীকে পানিহাটি হাসপাতালের মহিলা জেনারেল ওয়ার্ডে ভর্তি করেন তার পরিবারের লোকজন।এই খবর ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীদের মধ্যে জানাজানি হওয়াতে ব্যাপক আতঙ্কের তৈরি হয়,মাঝরাতে ৩ টের সময় আতঙ্কিত হয়ে রোগীরা হাতে স্যালাইনের চ্যানেল লাগানো অবস্থায় স্যালাইনের বোতল নিয়ে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে পড়েন এবং কেন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীকে ভর্তি করা হলো,এই নিয়ে তারা স্যালাইনের বোতল হাতে নিয়ে বিক্ষোভ দেখান।

মহিলা ওয়ার্ডের মধ্যে প্রসূতি মা ও শিশুরা ভর্তি রয়েছে সেটা জানা সত্ত্বেও একজন কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালের ইমারজেন্সিতে থাকা চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করার অনুমতি দিলেন এই নিয়েই উঠছে প্রশ্ন?

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে তারা ক্যামেরার সামনেএ কোন মুখ খুলতে চাননি, তাই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীর ভর্তিকে নিয়ে রোগী ও তার পরিবারের লোকজনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।