অবতক খবর,২৫ মে: গত ১লা বৈশাখের পর থেকে হালিশহর ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বাড়ি বাড়িতে যাওয়া শুরু করেন প্রতিদিন বিকেল বেলায়। মূল লক্ষ্য ছিল মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ নেওয়ার পাশাপাশি জনসংযোগ। সেই কাজ গত ৪০ দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে দীপঙ্কর চক্রবর্তী করে চলেছেন তাদের দলের সহকর্মীদের সাথে নিয়ে। হাতে মমতা ব্যানার্জী, সুবোধ অধিকারী আর হালিশহরের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবির দিয়ে তৈরি বাংলা নব বর্ষের শুভেচ্ছা বার্তা। যাতে দেওয়া রয়েছে কাউন্সিলরের নম্বর। সহজেই যাতে ওয়ার্ডের জনগণ কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে পারেন সেই উদ্দেশ্যে এই কর্মসূচি। এই কর্মসূচির ফলে সরাসরি লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওয়ার্ডের মানুষরা তাদের এলাকার সমস্যার কথা সরাসরি জানাচ্ছেন কাউন্সিলরকে। পৌর কর্মীদের মাধ্যমে সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন কাউন্সিলর। এছাড়া বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন সার্টিফিকেট। বাড়িতে এই পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ।

ইতিমধ্যেই কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী ওয়ার্ডের বিভিন্ন পেশার সাথে যুক্ত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে একটি আলোচনাসভার মধ্যে দিয়ে ওয়ার্ডে কি ধরনের উন্নয়ন মূলক কাজ করা যায় সেই বিষয়ে উপদেশ নিয়েছেন। এছাড়া দলীয় কর্মীদের সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে এলকারা সমস্যার কথা লিখে রাখছেন যা আগামীদিনে পৌর পরিষেবার মাধ্যমে সম্পন্ন করে দেওয়াই মূল লক্ষ্য কাউন্সিলরের। শত্রু-মিত্র সকলেই এক বাক্যে স্বীকার করছেন যে সত্যি “দুয়ারে কাউন্সিলর” হয়ে উঠেছেন দীপঙ্কর চক্রবর্তী।