হালিশহর ৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির

অবতক খবর,২০ নভেম্বর: হালিশহর ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজ কর্মী সর্বজিৎ বটবলের উদ্যোগে আয়োজন করা হয় কার্তিক পুজোর। গত ১৬ই নভেম্বর এই কার্তিক পুজোর উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এরপর আজ তাঁরই নেতৃত্বে ৬ নং ওয়ার্ডে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের যুব নেতা কমল অধিকারী, হালিশহর পৌরসভার মুখ্য প্রশাসক রাজু সাহানী,উপ প্রশাসক মৃত্যুঞ্জয় দাস, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার,সারোয়ার আলী সহ অঞ্চলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।

আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। সেই সঙ্গে বিধায়ক সুবোধ অধিকারীকে বৃক্ষরোপণ করতে দেখা যায়।

আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক সুবোধ অধিকারী বলেন, রক্তদান মহৎ দান। রক্তের কোন বিকল্প হয় না তাই মানুষই রক্তদানের মাধ্যমে পারেন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে। সুতরাং সমাজের প্রত্যেকটি সুস্থ মানুষের রক্তদান করা উচিত এবং অপরকে রক্তদানে উদ্বুদ্ধ করা উচিত।

এর পাশাপাশি তিনি উদ্যোক্তা সর্বজিৎ বটবলের প্রশংসা করেন এই রক্তদান শিবির আয়োজনের জন্য।