অবতক খবর,২ জানুয়ারিঃ হালিশহর বাগমোড় নেতাজি সুভাষ সংঘের পক্ষ থেকে ৭ দিন ব্যাপী এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে ২৩শে ডিসেম্বর, শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করে এই ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১লা জানুয়ারি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ধরমপুর অ্যাথলেটিক ক্লাব বনাম কল্যাণী আদিবাসী একাদশের মধ্যে। জয়ী হয় কল্যাণী আদিবাসী একাদশ।

তাদের হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় অমরেন্দ্রনাথ দত্ত ও স্বর্গীয়া অনিমা দত্ত স্মৃতি চ্যালেঞ্জ উইনার্স ট্রফি। পাশাপাশি ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় দিলীপ রায় ও স্বর্গীয়া মীরা রাই স্মৃতি রানার্স ট্রফি।

এই ফুটবল প্রতিযোগিতার শুরুর দিনে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক থেকে শুরু করে সকল নেতৃত্বরা।

সাতদিন ব্যাপী চলা এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাব, শঙ্খ নগর মিলন সমিতি, হালিশহর সবুজ সংঘ, ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব, হালিশহর স্পোর্টিং ক্লাব, আদিবাসী একাদশ, ধরমপুর অ্যাথলেটিক ক্লাব এবং মাঠ একাদশ এফ.সি,মগরা।