অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ হালিশহর খাসবাটি অঞ্চলে ৯ এবং ১০ নং ওয়ার্ডের মাঝখানে স্থিত খাসবাটি জুনিয়র স্কুলে হঠাৎই আগুন ধরে যায়। তবে স্কুল বন্ধ থাকায় কোন হতাহতের খবর নেই। কিন্তু স্কুলে হঠাৎ আগুন লেগে যাওয়ার কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বলাকা শিশু মহল ক্লাবের সদস্যরা।

তারা আগুন নেভাতে হাত লাগায়। এরপরই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন হালিশহর পৌরসভার উপ প্রধান শুভঙ্কর ঘোষ। তিনি এসে দমকলে খবর দেন এবং ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। স্কুল বন্ধ থাকার কারণে কোন হতাহতের খবর নেই তবে আগুন অত্যন্ত ভয়াবহ ছিল বলেই জানান এলাকাবাসী।

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে।

অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে হালিশহর থানার পুলিশ তারা বিষয়টি তদন্ত করে দেখছে।