অবতক খবর,২৯ নভেম্বরঃ ৮ নভেম্বর সন্ধ্যায় হালিশহর ক্রেগ পার্কে “বাংলার লোকসংস্কৃতি উৎসব ২০২২”-এর শুভ সূচনা হলো রাজ্যের সেচ এবং জলসম্পদ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন হালিশহর এবং কাঁচরাপাড়ার একাধিক কাউন্সিলর সহ লোকসংস্কৃতি-প্রেমী মানুষ এবং বিখ্যাত শিল্পীরা।

এর পাশাপাশি আজ হালিশহর পৌরসভার মিউজিয়াম পরিদর্শন করলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। তাঁরা উভয়েই বলেন, “লোকসংস্কৃতির প্রচার ও প্রসারে এবং হালিশহর মিউজিয়ামটির উন্নতিকল্পে আগামীতে যা যা করণীয় তা আমরা সর্বতভাবেই করব।”