অবতক খবর, ২০ সেপ্টেম্বরঃ করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা, লকডাউনের সুযোগে জনগণের স্বার্থবিরোধী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা, করোনা অতিমারির কারণে বহু মূল্যবান জীবন চলে যাওয়া অপরদিকে অর্থব্যবস্থার অতিমারিতে 15 কোটি মানুষ জীবিকাচ্যুত হওয়া, লকডাউনের সুযোগ কে কাজে লাগিয়ে সুচতুরভাবে শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী বিল সংসদে পাশ করিয়ে নেওয়া, অবাধ ছাঁটাই,কাজের ঘন্টা বৃদ্ধি মজুরি হ্রাসের বিরুদ্ধে ও আয়কর হীন পরিবারের জন্য মাসে 7500 টাকা এবং মাথাপিছু 10 কেজি খাদ্যসামগ্রী 6 মাসের জন্য বরাদ্দ করা প্রভৃতি দাবিতে সিপিআইএম হালিশহর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি সুসজ্জিত মিছিল হালিশহর বলিদাঘাটা থেকে শুরু করে হাজিনগর পেপার মিলে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এরিয়া কমিটির বিষ্ণুদাস, দুলাল ঘোষ গোপাল ভট্যাচার্য অসীম শীল প্রমুখ নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতি ত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক গুলাব চৌহান ও ব্যক্তব্য রাখেন বর্ষীয়ান কমরেড রবীন্দ্রনাথ মুখার্জী।