অবতক খবর,১ মেঃ বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর ধীরেন প্রসাদ সরণী,ঠাকুর পাড়া ৭ নং ওয়ার্ড। বিগত বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলে একটি বড় পুকুর ভরাট চলছিল।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। প্রথমেই তিনি ফোন করেন থানায়। পরবর্তীতে তিনি এই পুকুরের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। গৌতম শীল নামে এক ব্যক্তি বর্তমানে পুকুরটির মালিক।

তাঁর বক্তব্য, তিনি বিএলআরও থেকে এই পুকুরটি বাস্তু করে নিয়ে এসেছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এবং নেতৃত্বদের বিষয়টি জানাননি।

এদিকে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কোন কথা না শুনে সাথে সাথে জেসিবি আনিয়ে খনন কার্য শুরু করে দেন। তাঁর বক্তব্য, হালিশহরে কোন পুকুর ভরাট করা চলবে না।

অন্যদিকে পুকুর মালিকের বক্তব্য, তিনি তো অনুমতি নিয়েই এই কাজ করছেন। পাশাপাশি তিনি পৌরসভাকেও চিঠি করেছিলেন। কিন্তু ফের কেন পুকুর খনন করা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। ‌

অপরপক্ষে এই পুকুরের পূর্ববর্তী মালিক প্রদীপ ব্যানার্জী, তার বক্তব্য যে,এটি দীর্ঘ বছর পুরনো একটি পুকুর।

বর্তমান মালিক প্রদীপ বাবুর বক্তব্য, আমরা সব বুঝে নেব এবং পুকুরটা আমরা ভরাট করব।

পুকুরটির অধিকাংশ ভরাট করা হয়ে গিয়েছিল। এখন আবার তার খনন কার্য শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে ওয়ার্ড কাউন্সিলরকে ঘটনাস্থলে দেখা যায়নি।