শিক্ষকদের আন্দোলন চলছে। সমর্থন জোরদার হচ্ছে। জোয়ারের জলে ফুঁসছে…

হালখাতা
তমাল সাহা

দেখেছো উদ্দাম তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস
তবুও সমুদ্র স্নানে গিয়েছো তুমি।
তপ্ত বালুকা রাশি জেনেও
বেদুইনের মতো অতিক্রম করো মরুভূমি।

সংক্ষুব্ধ ঝড়ের মধ্যেও তোমার উড়ান
বৃষ্টিতে ভিজে কী অপূর্ব রমণীয় স্নান।
এসব বাস্তবতার সবই তুমি জানো
এটাই শেখায় প্রকৃতি।
তাহলে তোমার এই লড়াই সংগ্রাম
নিশ্চিত উড়াবে নিশান, জয়ের স্বীকৃতি।

এখন শুধু কাজ পরিসর বড় করো
নিকটে আসো, আরও মানুষকে করো জড়ো।
আটচল্লিশ হাজার সৈনিক ও তার পরিবার
ইতিমধ্যে তৈরি তো স্কন্ধাবার।

সব শ্রেণির মানুষকে জড়ো করে চলো
ভয়ানক হবে যুদ্ধ যাত্রা…
ঘিরে ফেলো রাজধানী কলকাতা।
বাস্তিলের পতন সুনিশ্চিত
লাল কালিতে লেখা হবে হালখাতা।